বাংলাদেশের রাজধানী ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুনে প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে এবং ওষুধের বিপুল পরিমাণ কাঁচামাল পুড়ে গেছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা, যদিও আসলে কত টাকার ক্ষতি হয়েছে তা নিয়ে এখনো কাজ করছে তদন্ত কমিটি।
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন ২৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। রোববার বিকেল ৪টা ৫৫ মিনিটে এ আগুন পরিপূর্ণভাবে নিভেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এর আগে দুপুরে বিমানবন্দর এলাকা পরিদর্শনে বেসরকারি বিমান ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন।
কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের পর সৃষ্ট সংকট এখনো কাটিয়ে উঠতে পারেনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। রোববার সকালেও ফ্লাইট ছাড়তে বিলম্ব হয়েছে। সকাল থেকেই সেখানে ভিড় করেছেন আমদানি সংশ্লিষ্ট ব্যক্তিরা। এরই মধ্যে কার্গো সেকশনে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে কমিটি গঠন করেছে সরকার।
দেশবিরোধী নাশকতার অংশ বলে প্রাথমিকভাবে তথ্য পেয়েছে নিরাপত্তাসংশ্লিষ্ট সংস্থাগুলো। উচ্চপর্যায়ের নিরাপত্তাসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ধারাবাহিক অগ্নিকাণ্ডের সর্বশেষ ঘটনা ঘটে বিমানবন্দরে। এটি নিছক দুর্ঘটনা নয়; বরং সুপরিকল্পিত নাশকতার অংশ।